ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন সাকিব

পরনে পিপিই। মুখে জোড়া মাস্ক। গলায় ট্রাভেল পিলো। মাথায় মেডিকেল ক্যাপ। রীতিমত যেমন এক যুদ্ধ! সত্যিই তিনি যুদ্ধে নেমেছেন। করোনার বিরুদ্ধে যুদ্ধ।


ওপরের ছবি দেখে কী তাকে চিনতে পারছেন? নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। বর্তমানে চেন্নাইয়ে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নিতে। মুম্বাইয়ে পাঁচদিনের অনুশীলন শেষে সাকিবদের কলকাতা নাইট রাইডার্স আজ গিয়েছেন চেন্নাইয়ে। 


করোনাকালীন সময়ে ক্রিকেটারদের বাড়তি নিরাপদে থাকতে হচ্ছে। সাকিবরা এখন রয়েছেন জৈব সুরক্ষা বলয়ে। নিরাপদে থাকলেও এরই মধ্যে অনেক ক্রিকেটারের করোনা পজিটিভ হয়েছে। তাইতো নিজেকে নিরাপদে রাখতে পিপিই, মাস্ক পরেই ভ্রমণ করেছেন সাকিব। 


বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইন শেষে সাকিব দলের সঙ্গে যোগ দিয়ে নিয়মিত অনুশীলন করেছেন। মুম্বাইয়ে অনুষ্ঠেয় প্রস্তুতি ম্যাচগুলোতেও অংশ নিয়েছেন তিনি। গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটি হাতে ১০ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রান এবং বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ৮ রানে নিয়েছেন ২ উইকেট।


আইপিএলে ৬৩ ম্যাচে সাকিবের রান ৭৪৬, ব্যাটিং গড় ২১.৩১। বোলিংয়ে সমান ম্যাচে নিয়েছেন ৫৯ উইকেট। ইকোনমি ৭.৫৬। দুই বছর পর আবারও আইপিএলে ফিরছেন তিনি। ফিরছেন কলকাতার জার্সিতে।


নিলাম থেকে বাংলাদেশের সুপারস্টারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় শাহরুখ খানের কলকাতা। এ দলের হয়ে ২০১২ এবং ২০১৪ সালে দুইবার শিরোপাও জিতেছিলেন সাকিব। এবার নিশ্চয়ই শিরোপায় নিজের ফেরা রাঙাতে চাইবেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। 

ads

Our Facebook Page